শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন সিনিয়র করেসপন্ডেন্ট www.shahittajagat.blogspot.com ঢাকা: দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সারা দেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। সারাদেশে তীব্র শীতের এ অনুভূতি আরও ২ থেকে তিন দিন একই অবস্থায় থাকবে। এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার রাজশাহীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়ার রেকর্ড করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় তৈরি করা শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ রয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের প্রায় সর্বত্রই মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সূর্যের আলোর তাপ স্থলভাগে না আসায় শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। যদিও সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি, বগুড়ায় ১০ ডিগ্রি, রংপুরে ৭ দশমিক ৮ ডিগ্রি, সৈয়দপুরে ৭ দশমিক ২ ডিগ্রি, দিনাজপুরে ৮ দশমিক ৫ ডিগ্রি, যশোরে ৯ দশমিক ২ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।